শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল
বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। এর ফলে দীর্ঘদিন ধরেই শুটিং থেকে শুরু করে নতুন সিনেমার মুক্তি বন্ধ রয়েছে। এর ফলে পিছিয়ে গেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে তবে শুটিং পিছিয়ে গেছে। এতে ‘প্রিয়তমা’র পর শাকিব খানের বিপরীতে ফের জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল।
শাকিব খানের আরেকটি সিনেমা ‘শের’। যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। সেটিরও শুটিং পিছিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা।
প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষদিকে তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর একটি দল কিনে নিয়েছে রিমার্ক-হারল্যান কোম্পানি।
যে কোম্পানিটির সঙ্গে যুক্ত রয়েছেন শাকিব খান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের কোম্পানিটি। যার মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হলেন এ অভিনেতা।