বাংলাদেশের বিপক্ষে সিরিজে জামালকে হারালো পাকিস্তান

সময়: 8:12 am - August 19, 2024 | | পঠিত হয়েছে: 68 বার

স্পোর্টস ডেস্ক : চূড়ান্তভাবে ফিটনেস ক্লিয়ারেন্স না পেলেও প্রাথমিকভাবে আমের জামালকে স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হলো না। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়তেই হলো ডানহাতি এই তারকা পেসারকে।

আজ সোমবার আমের জামালকে বাদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে পিসিবি। এর আগে ১৭ সদস্যের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আবরার আহমেদ ও কামরান গুলাম। যে কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পাকিস্তানের স্কোয়াড নেমে এসেছে ১৪ জনে।

চলতি বছর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন জামাল। আগামী বুধবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ট্স্টে খেলতে নামার আগে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এই পেসার। যে কারণে পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার জন্য জামালকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পিসিবি জামালের দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের বিষয় বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি মনে করছে, পুরোপুরি সুস্থ্য হওয়ার জন্য জামালের লম্বা সময় দরকার। যে কারণে তাৎক্ষণিক তাকে না খেলানোই উত্তম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনেই এই সিরিজ খেলবে দুই দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্টের ভেন্যুও রাওয়ালপিন্ডি। এই ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট।

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।

Share Now

এই বিভাগের আরও খবর