সাবানের দাম ২ লক্ষ টাকা!

সময়: 8:15 am - August 8, 2024 | | পঠিত হয়েছে: 16 বার

৪০, ৫০ বা খুব বেশি হলে ২০০ টাকা দামের সাবানের কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন, একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?

অবিশ্বাস্য হলেও দু’লাখ এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে। লেবাননের একটি পরিবার এই বহুমূল্য সাবান তৈরি করে। নাম খান আল সাবুন। বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন।

হাসানের পরিবারের দাবি, তাঁদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়ো দেওয়া হয়। তিন গ্রাম হিরের গুঁড়ো, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়।

Share Now

এই বিভাগের আরও খবর