মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

সময়: 10:22 am - August 19, 2024 | | পঠিত হয়েছে: 16 বার

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন বাংলাদেশি এবং তার সৎপুত্র নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশি মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎপুত্র মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহকে (৯) মোটর সাইকেলযোগে স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি গর্ত এড়াতে চেষ্টা করেছিলেন। সেসময় বিপরীত দিক থেকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদ বলেন, সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়। মোটরসাইকেল এবং অপর গাড়িতে থাকা ৪১ বছর বয়সী নারী এবং তার ৫ বছরের ছেলেও গুরুতর আহত হন।

স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের জনসংযোগ কর্মকর্তা জুলফাদলি জাকারিয়া জানান, খবর পেয়ে সকাল ৬টা ৫৭ মিনিটে জেরান্তুত ফায়ার স্টেশন থেকে ছয় দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি সড়ক থেকে গভীরে ঝোপের মধ্যে পড়ে যায়।

জুকরি বলেছেন, মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, পুলিশ তদন্তের সুবিধার্থে গাড়ির চালকের কাছ থেকে একটি বিবৃতি রেকর্ড করবে।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর