এক্সে পণ্যের মূল্য পরিশোধসহ অর্থও পাঠানো যাবে

সময়: 7:36 am - August 8, 2024 | | পঠিত হয়েছে: 63 বার

ব্যবহারকারীদের সহজে অর্থ লেনদেনের সুযোগ দিতে ‘পেমেন্ট’ সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার)। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পেমেন্ট সুবিধার কার্যকারিতা পরখ করছে খুদে ব্লগ লেখার সাইটটি। নতুন এ সুবিধা চালু হলে এক্স থেকেই বিভিন্ন পণ্যের মূল্য পরিশোধসহ অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালুর জন্য নির্দিষ্ট এক্স ব্যবহারকারীদের অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে ‘পেমেন্টস’ বাটন যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাপ–গবেষক নিমা ওজি। এক্সের বুকমার্কস ট্যাবের নেভিগেশন বারে ‘পেমেন্টস’ বাটন যুক্ত করায় সহজেই নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ পাঠানো যাবে বলে জানিয়েছেন তিনি।

এক্সের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যুক্ত করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার পেমেন্ট সুবিধা চালু করতে যাচ্ছে এক্স।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share Now

এই বিভাগের আরও খবর