ওসমানী বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক

সময়: 10:13 pm - August 26, 2024 | | পঠিত হয়েছে: 20 বার

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ এবং প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও সৈয়দ শামীমের সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। তারা ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। তাদেরকে রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তাদেরকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর