ইসলামপুরে উন্নয়ন সংঘের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন 

সময়: 12:23 pm - August 22, 2024 | | পঠিত হয়েছে: 32 বার
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : “সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়ান এনজিও কো- অপারেশন প্রজেক্ট এর সহযোগিতায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারিত্বের ভিত্তিতে ও উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভড নিউট্রেশন জেসমিন প্রকল্পের আওতায় ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৪।
বৃহস্পতিবার (২২আগস্ট) চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রাম ইসলামপুর উপজেলার চিনাডুলি ও পার্থশী  ইউনিয়ন এবং মেলান্দহ উপজেলার শ্যামপুর ও দুরমুট ইউনিয়নের ৪০০শ জন দুগ্ধদানকারী মা ও তাদের শাশুড়িদের সাথে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, বাধা এবং এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মনোয়ারা বেগম, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানাসহ উৎপাদক দলের সদস্য এলাকার শাশুড়ি ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিবর্গ অত্র দিবসের প্রতিপাদ্য তাদের পরিবারে বাস্তবায়ন করবেন এবং এলাকার মানুষকে মাতৃদগ্ধ পানের গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন বলে অঙ্গীকার করেন।
Share Now

এই বিভাগের আরও খবর