রাজশাহীতে কীটনাশক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা
সময়: 7:27 am - August 20, 2024 | | পঠিত হয়েছে: 13 বার
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে এক কীটনাশক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ঝলমলিয়া বাজারে এ অভিযানে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি বলেন, গোপন সূত্রে এক কৃষকের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ঝলমলিয়া বাজারের ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল কীটনাশক বিক্রির দায়ে সান ট্রেডার্সের মালিক আব্দুল মান্নানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।